সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে। পাশাপাশি স্বাধীনতাযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
রবিবার (১৫আগস্ট) বেলা একটায় মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের আছিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগ নেতা আগ্রণী ব্যাংক লিমিটেড এর পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, সাংবাদিক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হায়দার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, কৃষক লীগ নেতা সরদার মজিবুর রহমান, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল সিকদার প্রমুখ। পনেরো আগস্টে জাতির জনক সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত শেষ হয়। দোয়া প্রার্থনা শেষে এলাকার প্রায় ২ হাজার মানুষনের মাঝে খাবার বিতরন করা হয়।