সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় থেকে বড় ভাটড়াগামী রাস্তার দুইপাশ থেকে অবৈধভাবে সরকারি রাস্তার ৫ টি মোটা মেহগুনি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, জলিরপাড় ইউনিয়ন থেকে ভাটড়াগামী রাস্তার দু পাশ থেকে গত ১৪ আগস্ট উপজেলার বনগ্রামের সাইফুল শেখ সহ আরো ৫ জন কয়েকটি মেহগুনি গাছ কর্তন করে।
এলাকাবাসী সরকারী রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করলে অভিযুক্তরা না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছ গুলো কর্তন করেছে। সরোজমিনে ঘুরে জানা গেছে, গ্রামের কয়েকজন জানান, ৫ টি গাছ যার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। আমাদের জন্মের পর থেকে দেখে আসছি গাছগুলো রাস্তার পার্শ্বে।
গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্তরা জানায়, গাছগুলো আমাদের সমিতির। তাই আমরা গাছ কেটে নিয়েছি ৷
জলিরপাড় ইউনিয়নের তহশিলদার এস.এম রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের মোবাইল বার্তা ও স্থানীয় ভাবে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সরকারি গাছগুলো জব্দ করেছি। এছাড়াও অভিযুক্তদের একটি নোটিশ দিয়েছি। তিনি আরো জানান আমার উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।