রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
মোঃ সুলতান মোল্যাঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে। ২৯ আগস্ট রবিবার জাতীয় মৎস্য সপ্তাহের ২য় দিনে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।
পরে ৩ জন সফল মৎস্যচাষিকে মৎস্য পুরস্কার প্রদানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ), উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা আক্তার। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার, সমাজসেবা অফিসার, নির্বাচন অফিসার, এছাড়া আরো উপস্থিত থাকেন চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফেজ কাউছার সহ চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, চরভদ্রাসন ৩ নং ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, চর ঝাউকান্দা ইউনিউনের চেয়ারম্যান ফরহাদ হোসেন মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা উন্নয়ন সহায়ক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলে সমিতির সদস্যবৃন্দ সহ মৎস্য দপ্তরের সদস্যবৃন্দ।