সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
আমাদের দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন গোপালগঞ্জে ‘কাশবন সাহিত্য পুরস্কার ২০২৪’ পেল ১৯ গুণীজন গোপালগঞ্জে এক মেট্রিক টন পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমাণা ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে ‘ভার বহন করছি’ -মোস্তাফিজুর রহমান সেলিম ঢাকার আরো একটি মামলায় মুকসুদপুরের ছয় আসামি কোটালীপাড়া হাসপাতালের পেছনে নবজাতকের মরদেহ খুঁজে পেল কুকুর! মুকসুদপুরে আ’লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে সুজন টিকাদারের সংবাদ সম্মেলন মুকসুদপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু মুকসুদপুরে ‘ঘুষ’ না দিলে বন্দোবস্ত বাতিলের হুমকি ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে
সালথায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার

সালথায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার

আ‌রটি হাসানঃ
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় অজ্ঞাত যুব‌কের রক্তাক্ত লাশ উদ্ধার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। বুধবার ১লা সে‌প্টেম্বর সকাল ৮ টার দিকে উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের কাগ‌দি গোলপাড়া এলাকার এক‌টি বাগান থে‌কে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয় নিখীল চন্দ্র শীল প্রায়ই সুশান্ত মি‌ত্রের বাগান থে‌কে সুপারী সংগ্রহ ক‌রেন, অন‌্যদি‌নের মতই বুধবার সকা‌লে সুপরী সংগ্রহের জন‌্য সুশা‌ন্ত মি‌ত্রের বাগা‌নের উত্তর পাশ দি‌য়ে প্রবেশ করার সময় রক্তাক্ত লাশ দেখে চিৎকার দেন, প‌রে স্থানীয়রা এ‌গি‌য়ে আ‌সে এবং পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ এ‌সে লাশ উদ্ধার ক‌রে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা কেউ যুব‌কের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রে নাই।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ফ‌রিদপু‌রের সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোঃ সু‌মিনুর রহমান ব‌লেন, আনুমা‌নিক ৩০/৩৫ বছর বয়‌সের এক যুব‌কের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে, বাই‌রে থে‌কে মে‌রে হয়‌তো এখা‌নে লাশ ফে‌লে রে‌খে গে‌ছে খু‌নিরা, কেউ লাশ সনাক্ত কর‌তে পার‌লে সালথা থানায় যোগা‌যোগ কর‌বেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com