বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সরকারি জায়গা দখল নিয়ে দুই ইউনিয়নবাসীর সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক নাগেশ্বরীতে রাতের আঁধারে ঘর তুলে সংখ্যালঘু পরিবারের জমি দখল এডাব- এর ভাইস চেয়ারম্যান হলেন আরিফুর রহমান ডিআরই্উ’র নতুন সভাপতি সালেহ আকন, সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত রমজানে মাছ মাংসের চাহিদার বিপরীতে উদ্বৃত্ত খাদ্য অন্য বিভাগে পাঠাতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা পাগলা মসজিদে মিললো ২৯ বস্তা টাকা, চলছে গণনা কারিগরী প্রশিক্ষণপ্রাপ্ত শিশুদের মাঝে ইপসা’র সার্টিফিকেট প্রদান লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধানতম লক্ষ্য- সুপ্রদীপ চাকমা পশুরহাটে ‘খাস আদায়ে’ হরিলুট
দাকোপের পানখালী-২- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

দাকোপের পানখালী-২- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

জিএম আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
খুলনার দাকোপ উপজেলার পানখালী-২-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের সরকারি সিরিশ গাছ টেন্ডার ছাড়াই কেটে সাবাড় শিরোনামে গ্রামের কাগজে গত ২০২০ সালের ৪ মার্চ প্রকাশিত হয়।

এর প্রেক্ষিতে খুলনা বিভাগের প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আমলে নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বারক নং-৮,০১,৪০০০০০,২৭,০০৫.১৯১১৭১.তাং ১ সেপ্টেম্বর ২০২১ এর পত্রের নিদের্শনা অনুযায়ী ৬ সেপ্টেম্বর সোমবার উপজেলার পানখালী-২- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম,শফিউল আজম সেলিমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় ওই বিদ্যালয়ে সরেজমিনে শতাধীক মানুষের উপস্থিতিতে তদন্ত করা হয়।

তদন্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন জেলার ডুমুরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল। তদন্ত কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন অত্র স্কুলের ম্যনেজিং কমিটির সকল সদস্য, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ও ততকালীন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গাছ টেন্ডার ও নিয়ম বহিরভুত কাটা হয়েছে মর্মে অভিযোগকারি সহ উপস্থিত সকলের বক্তব্য লিখিত আকারে নেওয়া হয়েছে।

আমি যথাযত ভাবে আমার কর্তপক্ষের নিকট আমার প্রতিবেদন পেশ করবো।উল্লেখ থাকে যে, গত বছর ১মার্চ রবিবার স্কুলের প্রধান শিক্ষক শফিউল আজম সেলিম স্কুল পরিচালনা কমিটির সাথে নামকাওয়াস্তে মিটিং করে রেজুলেশনে সহিস্বাক্ষর করে ওপরি মহলের অনুমতি না নিয়ে স্কুলের সরকারি বড় বড় সিরিশ গাছ কেটে সাবাড় করেছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com