শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার কাইচাইল মাদ্রাসা মাঠে ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। বিকালে গহরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। এ ছাড়াও শুক্রবার বিকালে পোড়াদিয়া এস এ খান উচ বিদ্যালয় মাঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। স্ব-স্ব ওয়ার্ড কর্মীদের কন্ঠ ভোটের মাধ্যমে কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন নির্বাচিত কমিটি ঘোষনা করেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সিনিয়র সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক কলামিস্ট শাহদাব আকবর লাবু চৌধুরী। কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে এ সময় উপস্তিত ছিলেন, সংসদ উপনেতার এপিএস কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য শফি উদ্দিন, জেলা আ’লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সাংগঠণিক সম্পাদক জাহিদ হোসেন সুইট, সহ দপ্তর সম্পাদক আরিফুর রহমান পথিক, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কবির হোসেন ঠান্ডু সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।