মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের এলজিএসপির-৩ প্রকল্পের আওতায় সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ে এসব বিতরণ করা হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন।
সাজাইল ইউপি চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলজিএসপির জেলা সমন্বয়কারী রুকুনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মুখার্জি, শিক্ষক অলিয়ার রহমান, ইলিয়াস আক্তার সাবু, ইউনিয়ন আওয়ামী লীগের মুন্সী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।