সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ গোপালগঞ্জের মুকসুদপুরে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষনের ১ম ব্যাচের সমাপনী ও ২য় ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন এবং বিনামূলে চাষীদের মাঝে মাশরুম বিতরণ করা হয়েছে। একই সময় ২’শ মাধ্যমিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অপ্রকাশিত “আত্মজীবনী” বই বিতরণ করা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, মুকসুদপুর এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলার ফারুক মিলনায়তনে মাশরুম বিতরণ এবং বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াসুর রহমান, এডিসি (আইসিটি ও শিক্ষা) ইকবাল হোসেন, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী আশু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি রানী দুর্গা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।