মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসা মানুষের পদভারে জেগে উঠে মুকসুদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মুকসুদপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,মুকসুদপুর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ছাত্রলীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মুকসুদপুর অনলাইন রিপোর্টার্স কাব। প্রত্যুষে থেকে সকাল ১০টার পরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও ছাত্র ছাত্রিদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। এ উপলক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারী ভার্সুয়ালী ছবি অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ২১শে ফেব্রুয়ারী পুরস্কার বিতরন করা হয়।