মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু কোটালীপাড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মুকসুদপুরে প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়েছে ইউএনও জোবায়ের রহমান রাশেদ

মুকসুদপুরে প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়েছে ইউএনও জোবায়ের রহমান রাশেদ

তারিকুল ইসলামঃ
তৃণমূল মানুষের মানোন্নয়ন, সামাজিক শৃঙ্খলা ও সম্প্রীতির মাধ্যমে ত্বরান্বিত উন্নয়ন সূচকের যে মানদন্ড রয়েছে জনবান্ধব প্রশাসক হিসেবে সব কৃতিত্বই অর্জন করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। যোগদানের পরে মাত্র দেড় বছরেই তিনি একজন দক্ষ নির্বাহী অফিসার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।
উপজেলা প্রশাসক হিসেবে ২০২০ সালের ১৫ নভেম্বর মুকসুদপুরে যোগদান করেন তিনি। মাত্র দেড় বছরেই তার ব্যাতিক্রমী নানা কার্যক্রমের ফলে সব শ্রেনী পেশার মানুষের কাছে আলাদা একটি স্থান দখল করে নিয়েছেন। ইউএনও জোবায়ের রহমান জনবান্ধব এবং কর্মোৎসাহী মানুষ হিসাবে সকলের কাছে প্রশংসিত হয়েছেন।
সরকারের কল্যাণমুখী প্রকল্পের সুফল উপকারভোগী তৃণমূল মানুষের দরজায় পৌঁছে দিতে কান্তিহীন ছুটে চলা ইউএনও জোবায়ের রহমান রাশেদ এর নামটি এখন সাধারণ মানুষের কাছে বেশ জনপ্রিয়। মহাদুর্যোগ করোনায় জনকল্যাণকর নানা উদ্যোগ বাস্তবায়নে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন ইউএনও। তার এ অগ্রযাত্রাকে সহযোগিতা করছেন স্থানীয় সচেতন মহল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে যে কোন উদ্যোগ সহজেই বাস্তবায়ন হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যোগদানের পরই ইউএনও জোবায়ের রহমান রাশেদের দতার প্রকাশ ঘটে। তিনি উপজেলার বিভিন্ন সমস্যার সম্ভাবনা খুঁজে বের করে মুকসুদপুরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সমঝোতার মাধ্যমে তা বাস্তবায়ন করেন। যে কাজগুলোর জন্য জোবায়ের রহমান রাশেদ সাধুবাদ পাচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে, মুকসুদপুর উপজেলাকে গৃহহীণমুক্ত ঘোষণা করা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ২০০ জন গৃহহীণকে আশ্রয়ন প্রকল্পের আওতায় গৃহব্যবস্থা নিশ্চিত করেছেন এবং তৃতীয় পর্যায় ৩০১টি ঘরের কাজ চলমান রয়েছে। এছাড়া তিনি যোগদানের পর স্থানীয় শিল্পীদের মানোন্নয়ন ও মেধা বিকাশের ল্েয উপজেলা পরিষদ চত্বরে শিল্পকলা একাডেমীর কার্যক্রম চালু করার জন্য সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে কর্মসূচী গ্রহন করেছেন। সাংস্কৃতিক চর্চার জন্য প্রয়োজনীয় সংগীত যন্ত্র ক্রয় করেছেন। বর্ষা মৌসুমে উপজেলা সদরের একটি বিশাল অংশ নিমজ্জিত হতো, তা নিরসনের জন্য তিনি কঠোর পদক্ষেপ গ্রহন করেন। পানি নিস্কাষনের খাল-নালার উপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে পানি নিস্কাষনের ব্যবস্থা করে ভুক্তভোগী মানুষেদের দীর্ঘদিনের ভোগান্তি থেকে উদ্ধার করেছেন। এ প্রসঙ্গে তার সঙ্গে আলাপকালে তিনি বাংলার নয়ন কে জানান, উদ্ধাকৃত এসব খাল-নালার দুপাশে বৃক্ষ রোপন করা পরিকল্পনা রয়েছে তার। উপজেলা সদর সহ সমগ্র উপজেলাকে উন্নয়ন করে মুকসুদপুরকে একটি আদর্শ উপজেলা হিসাবে গড়তে চান। এজন্য এলাকার সর্ব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উপজেলার বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করাকে তিনি নিজের একটি দায়িত্ব মনে করেন।

মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন মিয়া বলেন, ‘ইউএনও জোবায়ের রহমান রাশেদ যোগদানের পর থেকেই তিনি তাঁর মেধা ও যোগ্যতার পরিচয় তুলে ধরছেন। একদিকে যেমন তিনি কঠোর পরিশ্রমী অন্যদিকে সততার অনন্য নজির। এ কারনে উপজেলা প্রশাসন বিগত দিনের চেয়ে অনেক বেশি জনবান্ধব। গ্রাম পর্যায়ে প্রশাসনের সু-শাসন নিশ্চিত, বাল্য বিবাহ রোধ, পরিবেশ সুরাসহ নানা েেত্র অভাবনীয় সাফল্য গত এক বছরেই তুলে ধরেছেন জোবায়ের রহমান রাশেদ।
প্রসঙ্গিক বিষয়ে আলাপকালে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, ‘সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। সরকারের দিক নির্দেশনা আর মাননীয় এমপি ও জেলা প্রশাসক মহোদয়ের পরামর্শ নিয়ে যে কোন বিষয়ে প্রদপে গ্রহন করি।’ গত প্রায় দেড় বছরের মুল্যায়ন সম্পর্কে তিনি বলেন, ‘সকলের সার্বিক সহযোগিতা ছিল; আগামীতেও এর ধারাবাহিকতা রেখে মুকসুদপুর উপজেলার কল্যাণে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com