রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ আগামী জুন মাসের ১৫ তারিখে মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সোমবার আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মোঃ হুমায়ন কবীর খোন্দকার। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে পৌরসভা ভোটগ্রহণ আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতিক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। গণমাধ্যমে খবর প্রচারের পর থেকে মুকসুদপুর পৌর সদরে নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে।