রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অন্যরকম এক আনন্দঘন পরিবেশ। সাধারণ মানুষের মাঝেও এ সেতুকে ঘিরে কৌতূহলের শেষ নেই। মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হয় আনন্দ উৎসব, সমাবেশ, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি সহ নানা কর্মসূচির।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে শনিবার ফারুক খান মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি, ১০টায় প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি সম্প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা সহকারি কমিশান (ভুমি) অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা রায়হান শোভন, উপজেলা কৃষি অফিসার মুনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ছাত্রী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।