রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ গোপালগঞ্জের মুকসুদপুর সদরের প্রধান সড়কগুলির দুইপাশে খোলা দোকান বিছিয়ে দখল করে নিয়েছে ক্ষুদ্র ব্যবসায়িরা। ফলে অসহনীয় যানজট সকাল থেকে রাত পর্যন্ত লেগেই থাকে। বারো ফুট প্রস্থের সদরের সকল রাস্তার দুই পাশে দোকান বসায় দোকানীদের দখলে থাকে প্রায় ৮ ফুট। মাত্র ৪ফুট রাস্তা দিয়ে যান চলাচলতো দুরের কথা সাধারণ জনগনও চলতে পারেনা। দীর্ঘ দিনের এই ভোগান্তি সংশ্লিষ্টরা অবহিত হলেও কার্যকর কোন পদক্ষেপ নেননি। আধা কিলোমিটার রাস্তা অতিক্রম প্রশাসনের গাড়িকেও প্রায় ঘন্টাখানিক অপেক্ষা করতে দেখা গেছে। সঙ্কটাপন্ন রোগীর এ্যম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়িকেও অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষন। এর সঙ্গে যুক্ত হয়েছে কমলাপুর ব্রিজের পশ্চিম পাড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত শতশত ব্যাটারী চালিত অটো রিকসা ও ভ্যান রাস্তার দুপাশে দাড়িয়ে থাকায় জনগনের এ দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলেছে। এসব সমস্যা নিরসনে স্থানীয় কর্তৃপক্ষ যথাশীর্ঘ উদ্যোগ নিবেন এমন প্রত্যাশা সকলের।