শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশিস্ট সংগীতজ্ঞ স্বরলিপি শিল্পী সংস্থার সভাপতি জিল্লুর রহমান দুলাল ও লালন পরিষদ ও চর্চাকেন্দ্রের সভাপতি ইমাম বিস্বাসের স্মরনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জুবিল্যান্ট ক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিস্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ শহিদুল ইসলাম বেলায়েতের সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বিশ্বাস, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বিশিষ্ট যাত্রাভিনেতা বাদল মল্লিক।
স্বরলিপি শিল্পী সংস্থার আয়োজনে ও সনজ কুমার লিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সেলিম, মাহফুজ হাসান, রিপন কুন্ডু, মাহমুদ সিমান, ওমর ফারুক, সঞ্জিত দাশ, মিজান মোল্লা, তানভীর হোসেন, কুদ্দুস মিয়া ও পলাশ সাহা প্রমুখ।