শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
নগরকান্দা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ, বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কতৃপক্ষ। প্রতিষ্ঠানের পরিচালক এস এম তারি আব্দুল্লাহয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, অবসর প্রাপ্ত শিক্ষক ফকির সিরাজুল ইসলাম, মুরুটিয়া পোড়াগুদি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম, মাসউদ আব্দুল্লাহ, পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া, আনসার ভিডিপির ব্যাংক, বোয়ালমারী শাখার ব্যবস্থাপক এস,এম, যোবায়ের আব্দুল্লাহসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে প্রতি শ্রেনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে ফলাফল শীট ও পুরস্কার তুলে দেওয়া হয়।