শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
স্ত্রী, প্রতিবন্ধী এক ছেলের সংসার। ব্যবসা করে ভালোই কাটছিল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের বাসিন্দা আতিয়ার রহমানের সংসার। এরই মধ্যে ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়ল মাথায়। জানতে পারলেন কিডনি রোগে আক্রান্ত তিনি। এরপর থেকে সবকিছু ওলোটপালোট। দীর্ঘদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রায় ৬ মাসে প্রতি সপ্তাহে দুইবার করে ডায়ালাইসিস করতে গিয়ে এখন অনেকটাই নিঃস্ব তিনি। তার একটিমাত্র ছেলে প্রতিবন্ধী ফেদাউর রহমান । উপার্জন করার মত কোন লোক না থাকায় সংসার চালাতেই হিমশিম অবস্থা, চিকিৎসা কিভাবে করবেন?
আতিয়ারের স্ত্রী নাজনীন বলেল, আমাদের সংসার বেশ ভালোই চলছিল। কিন্তু আমার স্বামী অসুস্থতার পর আমাদের সংসার এলোমেলো হয়ে গেল। এখন তার চিকিৎসা ভার বহন করা আমার সম্ভব হচ্ছে না। তাই সমাজের মানবিক বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়ান। এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া বলেন, আতিয়ার এমনিতেই দরিদ্র লোক। তার ওপর এই অসুস্থতা তাকে নিঃস্ব করে দিয়েছে। প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করার কারণে তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ ওই ইউপি চেয়ারম্যানের। আমার স্বামীকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানান। অগ্রনী ব্যাংক লিঃ, বনগ্রাম মুকসুদপুর শাখা, হিসাব নং- ০২০০০১৭৪৮২৯৩৫ অথবা বিকাশ নং ০১৭২০০৭১৫৫৬- নগদ- ০১৭১৮৯৬৫৮০৩ এ যোগাযোগ করে সাহায্য পাঠানোর অনুরোধ করেছেন ভুক্তভোগী পরিবার।