শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
বাদশা মিয়াঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিন গঙ্গারামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সালাহউদ্দিন (৪৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিন গঙ্গারামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা। দণ্ডপ্রাপ্ত মো. সালাউদ্দিন গোহালা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত বালা মিয়ার ছেলে।
অমিত কুমার সাহা বলেন, নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় মোঃ সালাউদ্দিন শেখ কে আটক করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে নদীর পাড় থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।