শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে একেএম ফায়েকুজ্জামান ঈদ উপহার বিতরণ করেছেন।
এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে চারটায় সরকারি এসজে মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও ঈদ উপহার বিতরনী অনুষ্ঠিত হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব একেএম ফায়েকুজ্জামান।
মুজাহিদ মহশিন ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বাটিকামারি ইউনিয়র পরিষদের চেয়ারম্যান এবাতদ মাতুব্বর, ভাবড়াশুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, ননীক্ষির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, বহুগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল, আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান রানা প্রমুখ।