শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:১০ পূর্বাহ্ন

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১১ সেপ্টরম্বর) মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাধারণ সভা আহ্বানের মধ্যদিয়ে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৩ জনকে উপদেস্টা হিসেবে রাখা হয়েছে। তারা হলেন বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত। সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর ও গোপালগঞ্জ কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম লেন্টু খান।
সাংবাদিক বাদশা মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম। রিপোর্টার্স ইউনিটির তিন বছর মেয়াদ পুর্ন হওয়ায় পূর্বের কমিটি সভাপতি বিলুপ্ত ঘোষনা করেন। পরে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি- সভাপতি মোঃ তারিকুল ইসলাম, (বাংলা টিভি ও ডেইলি টাইমস অব বাংলাদেশ), সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি (দৈনিক মানবকন্ঠ ও মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হুসাইন আহম্মেদ কবির (ডেইলি বাংলাদেশ) সহ তিন বছর মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ লিয়াকত সরদার (দৈনিক নবচেতনা), সহ-সভাপতি মেহের মামুন (দৈনিক জনকন্ঠ), সহ-সভাপতি খন্দকার রুহুল আমিন (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ডালিম (গোপালগঞ্জ কন্ঠ), যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রাজ (দৈনিক এশিয়া বানী), অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম শরীফ (সাপ্তাহিক বার্তা বিচিত্রা), দপ্তর সম্পাদক মোঃ বাদশা মিয়া (দৈনিক সময়ের প্রত্যাশা), প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান (দৈনিক যুগের সাথী), তথ্য-প্রযুক্তি সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (দৈনিক আজকালের কাগজ), ক্রীড়া সম্পাদক মোঃ খালিদুজ্জামান টনি (দৈনিক খবর পত্র), সাংস্কৃতিক সম্পাদক আরটি হাসান (দৈনিক ভোরের ডাক), কল্যাণ সম্পাদক মোঃ আলী আকবর (সাপ্তাহিক বাংলার নয়ন), কার্যনির্বাহী সদস্য খন্দকার বেলায়েত হোসেন, (দৈনিক ইত্তেফাক), মোঃ গিয়াস উদ্দিন, (ডেইলি সান), মোঃ সুমন আহম্মেদ, (দৈনিক খোলা চোখ), মোঃ আনিচ মিয়া, (সময়ের চোখ), মোঃ বাবু মোল্যা, (পাক্ষিক মুকসুদপুর সংবাদ) ও মোঃ আমিনুল ইসলাম, (দৈনিক লাল সবুজের দেশ)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com