বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ আঞ্চলিক ব্যুরো:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে এ মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকির সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা মেহের কাজল, সহ সভাপতি শামসুল মিয়া, দপ্তর সম্পাদক অপু আহমেদ, ডাক্তার আবরাল ফাইয়াজ চৌধুরী, শীতলক্ষ্যা ব্লাড ফাউন্ডেশনের নুরুল হুদা সানী, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাব্বির হোসেন সিকদার, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নুর আলম মিয়াসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।