বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি : ১২ বছর আগে ফ্যাসিবাদী সরকারের সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতেই রাতের আধারে যাতায়াত পথে অবৈধভাবে দেয়াল নির্মান করেছিলো বেসরকারী ডেভেলপার (ভবন নির্মাণ) প্রতিষ্ঠান “শতনীড়” কর্তৃপক্ষ। চারতলা ভবনের মূল ফটক আটকে দেয়ায় ওই ভবনে বসবাসকারী ১০-১২টি পরিবারের সদস্যরা সরু গলি দিয়ে অমানবিকভাবে চলাচল করতো।
দীর্ঘ ১২ বছর ধরে পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরের স্মরণাপন্ন হয়ে কোনো সমাধান না পেয়ে গত ২৯ অক্টোবর আমদের পরিবারের সদস্যসহ স্থানীয়রা একত্রিত হয়ে দেয়াল অপসারণ করি।
শনিবার (২ নভেম্বর) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান বিএনপি কর্মী মো. ফাত্তাহুল ইসলাম।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, ভাবমুর্তি ক্ষুন্ন করতে একটি পক্ষ বিএনপি নেতারা দেয়াল ভেঙ্গে দিয়েছে বলে অপপ্রচার চালাচ্ছে, যা সঠিক নয়। তিনি বলেন, পাশেই জেলা বিএনপির সভাপতির বাসভবনে সভা চলাকালে দেয়াল অপসারণ করায় সময়ে হৈ চৈ শব্দ পেয়ে কয়েকজন বিএনপি নেতা ঘটনাস্থলে আসেন, বিষয়টি আমার ব্যাক্তিগত জেনে তারা চলে যান। তাদের এই উপস্থিতিকে পুজি করে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে ওই সাবেক বিএনপি নেতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।