বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে ওই জায়গায় পাকা ঘর নির্মানের কাজ শুরু করে তারা। পরে খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্মানকাজ বন্ধ করে দেয়।
এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে ওই বিধবা নারী।
জানা যায়, সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম রামকান্তপুর গ্রামের বাসিন্দা বিধবা নারী কহিনুর বেগমের পৈত্রিক সম্পত্তি কিছুদিন আগে জোরপূর্বক দখল করার চেষ্টা করে স্থানীয় প্রভাবশালী ইয়াকুব শেখ ও তার লোকজন।
পরে কহিনুর বেগম আদালতের শরনাপন্ন হলে আদালত ওই জায়গায় ১৪৪ ধারা জারি করে। সকালে ওই জায়গায় ১৪৪ ধারা লঙ্ঘন করে পাকা ঘর নির্মানের কাজ শুরু করেন ইয়াকুব আলী ও তার লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়।
তবে অভিযুক্ত ইয়াকুব শেখের দাবী তার ক্রয়কৃত জায়গায় তিনি ঘর নির্মান করছেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নির্মানকাজ বন্ধ করলেও এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।