বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
বাদশাহ মিয়াঃ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বলেছেন, গোপালগঞ্জ জেলা হবে বিএনপির উর্বর ভূমি। দলটিতে ভবিষ্যতে ত্যাগিদের সঠিক মূল্যায়ন করা হবে।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দিন(এস জে ) মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, জেলা বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এড. সৈয়দ আবেদিন মেজবাহ বলেন, গোপালগঞ্জের মাটি বিএনপির দূর্গ ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা। এখানে বারবার কারচুপির মাধ্যমে বিএনপিকে পরাজিত করা হয়েছে।
বিএনপি আগামীতে সংসদে যেতে পারলে দূর্দিনের ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। যাদের সাইড লাইনে রাখা হয়েছিল তারা যোগ্য স্থান ফিরে পাবে বলেও জানান তিনি।
স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিনে লড়াই সংগ্রামে ছিলাম, আপনারা আমার সঙ্গে থাকলে আগামীতে একসাথে লড়বো। একটি গর্বিত গনতান্ত্রিক গোপালগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগীতা চাই।
মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবজান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যার সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর (অবঃ) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহমেদ সুমন, যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, কৃষকদলের আহ্বায়ক অ্যাড. মো. সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।