বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন
দিঘলিয়া প্রতিনিধি: দিঘলিয়ার পথের বাজারে উসমানী ফাউন্ডেশনের অর্থায়নে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে এ বাজারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখা।
আয়োজকরা বলেছেন, উর্ধ্বমুখী বাজার বিবেচনায় গরীব মানুষ স্বল্পমূল্যে সবজি কিনতে পারে ও ভোগান্তির শিকার না হয় সেজন্য ব্যতিক্রমী এ উদ্যোগ নেয়া হয়েছে।এ ছাড়া ন্যায্য মূল্যে সবজি বিক্রয়ের সার্বিক সহযোগিতা করেছে সামাজিক সংগঠন রক্তবিন্দু।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল বলেন, প্রাথমিকভাবে পথের বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রয় শুরু হলেও পর্যায়ক্রয়ে আশপাশের বাজারেও এ উদ্যোগ নেয়া হবে।
ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া শাখার সাধারণ সম্পাদক,মুফতি গোলামুর রহমান,যুগ্ন সা. সম্পাদক মুফতি হুসাইন,অর্থ সম্পাদক মাওলানা মহিউদ্দিন উসমানী, প্রচার সম্পাদক ক্বারি হেলাল উদ্দিন,রফিকুল ইসলাম এস্কেন্দার,আশিক ওসমানীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।