বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের নাজিরারটেকে ইপসা ফ্রি কিডস প্রজেক্টের আওতায়, কারিগরী প্রশিক্ষন প্রাপ্ত শিশুদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা সলিডার সুইস এর অর্থায়নে পরিচালিত প্রকল্পের আওতাধীন ৫০ জন শিশু এ সময় সার্টিফিকেট গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (অউঈ) জনাব রুবাইয়া আফরোজ।
ইপসা’র এডভোকেসি ফোকাল মুহাম্মদ আলী শাহীন – এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার আলী আদনান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শাহ মোফাখখেরুল ইসলাম, সলিডার সুইস বাংলাদেশ চ্যাপ্টারের টেকনিক্যাল অফিসার লাকি আক্তার, কক্সবাজার সদর উপজেলা কর্মকর্তা জবরুত খান প্রমুখ।
উল্লেখ্য দাতা সংস্থা সলিডার সুইস এর অর্থায়নে ইপসা – ফ্রি কিডস প্রজেক্ট ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারে কাজ করে আসছে।