বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মান্দায় বিষ্ণুপুর ইউপির চকশৈল্যা বাজারে উত্তরপাড়া এলাকায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প পানি সেচ এর ইরি ধান রোপনের জন্য ড্রেনেজ ব্যবস্থার কাজে বাধা প্রদান করছেন ওই এলাকার কয়েক টি প্রভাবশালী ব্যক্তির। জানা গেছে, আত্রাই নদীর শাখা নদী ফকিন্নি নদী চলনবিল প্রকল্পের আওতায় কৃষকদের ও সাধারন মানুষের সুবিধা সহ নানামুখী উন্নয়নের জন্য কোটি কোটি টাকা খরচ করে কাজ করছে সরকার। ফকিন্নি নদী খননের কারণে যথেষ্ট পানি থাকার পরেও পানি বঞ্চিত হচ্ছেন কৃষকরা।
স্থানীয় প্রভাবশালীদের কারণে, এ এলাকায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় নিজ উদ্যোগে কৃষকের জমিতে পানি দেওয়ার জন্য বসিয়েছেন সোলার আরএসএস ব্যবস্থা , সে গত বছর প্রায় ১০০ বিঘা জমিতে পানি সেচ দেয় । এই বছর ব্যবস্থা ভালো হওয়ার কারণে জমিতে, পানি সেচ দেবে বলে জানান ,
তিনি আরও জানান ফকিন্নি নদী যেহেতু খনন করা হয়েছে এই বছর সেখান থেকে অনেক ডিপ টিউবওয়েলের মালিকরা পানি দিচ্ছে, আমি ফকিন্নি নদীতে পানি যাওয়ার ড্রেন করতে যাই মসজিদের ওয়াকফ জমির উপর দিয়ে।
স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি আমাকে বাধা প্রদান করে, এখানে ড্রেনেজ ব্যবস্থা মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা ছিদ্র করে পানি না নিয়ে গেলে কৃষকের ফসল করা বন্ধ হয়ে যাবে।
কৃষকরা বলছেন, গত বছর ডিপ টিউবওয়েল থেকে পানি নিয়ে আমাদের খরচের তুলনায় ফসল কম হয়েছিল, সরকার যেহেতু নদী খনন করেছে সেখান থেকে নদীতে পানি থাকা অবস্থায় আমাদের পানি দিলে আমাদের ফসল ভালো হবে, যদি নদীর পানি শুকিয়ে যায় বিকল্প হিসেবে আমরা ডিপ টিউবওয়েল থেকে পানি ব্যবহার করব।