শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ফারুক খান উচ্চ বিদ্যালয়ে ২২ সেপ্টেম্বর বিকাল ৪ টায় জাগো তারুন্য রুখো জঙ্গিবাদ এই প্রতিবাদ্যকে সামনে রেখে সুচিন্তা বাংলাদেশের আয়োজনে জঙ্গি বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তেব্যে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের কানতারা খান বলেন, আজ সারা বিশ্ব তোমাদের মত প্রকৃত শিক্ষায় দীক্ষিত মানুষের অপেক্ষায় আছে। গুণগত শিক্ষায় তোমরা শিক্ষিত হয়ে সেই পথ অনুসরণ করে গড়ে উঠবে। ভালো পড়াশুনায় মনোনিবেশ করে নিজেদের নেতৃত্ব উপযোগী করে গড়ে তুলতে হবে। জঙ্গিবাদ থেকে তরুন সমাজ, দেশ ও জাতিকে রক্ষা করে দেশকে শান্তিময় বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। যারা জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তারা দেশ, জাতি ও মানবতার শত্রু। তাদের কোন প্রকারে ছাড় দেওয়া হবেনা। আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জঙ্গিবাদ বিরোধী বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সুচিন্তা বাংলাদেশ এর যুগ্ন আহব্বায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগ আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য কানতারা খান। বিশেষ অতিথি ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আক্তার হোসেন শাহিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পাশা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর মিয়া, বাটিকামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর ফকির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম.এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিফাতুল আলম মুছা। এসময় আরো উপস্থিত ছিলেন, জব্বার হোসেন, সম্পাদক, আজ সারাবেলা, ক্যাপ্টেন খালেকুজ্জামান, মুকসুদপুর কলেজের প্রভাষক মোঃ কবির হোসেন, মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুটি খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেত্রীবৃন্দ।