শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিমারী ইউনিয়নের চাওচা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে টেকেরহাট থেকে কালনাগামী লোকালবাস চাওচা শিশুতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, উক্ত স্থানে রাস্তার উপরে বালি থাকায় লোকালবাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বট গাছের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মরিয়ম বেগম নামের একজনের মৃত্যু হয়। আহতদের মুকসুদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার এ,এস,আই মোজাম্মেল হোসেন।