শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দূর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্য শনিবার সকাল ১০টায় একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আক্তার হোসেন শাহিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলার নয়ন পত্রিকার সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন।