শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
বাংলার নয়ন রির্পোটঃ
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র্যালি ওআলোচনা সভা।
২৫ নভেম্বর রোববার সকালে মুকসুদপুর উপজেলার সমবায়ীবৃন্দের আয়োজনে ‘সমবায়ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’-এ প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলার পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মুকসুদপুর ইউসিসিএ লিঃ এর সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামল কান্তি বোস, উপজেলা সমবায় অফিসার মাকসুদ হোসেন। সঞ্চালনায় ছিলেন নাইমুল ইসলাম।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন কাজী ওহিদুল ইসলাম, দিপালী গাইন, অচিন্ত মালো।
অনুষ্ঠানে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সংগঠনের সদস্যবৃন্দ, সুশীলসমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।