শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
শহিদুল ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় জে.কে.এম.বি. মল্লিক উচ্চবিদ্যালয়ে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি আজ সোমবার দুপুরে বিদ্যালয় কক্ষে প্রধান শিক্ষক নির্মল কুমার শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক হায়দার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য খলিলুর রহমান, সহকারি শিক্ষক আহাদ নুর বাদলসহ ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা ।
প্রধান অতিথি বিদ্যালয়ের লেখাপড়ার গুনগত মানবৃদ্ধি করতে বলেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দুরে থাকতে এবং বাল্য বিবাহ প্রতিরোধ করার ক্ষেত্রে ভুমিকা রাখতে অনুরোধ করেন।