শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গা উপজেলা শাখার জরুরী এক বর্ধিত সভায় তিনটি দাবী বাস্তবায়নে দুইটি কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী
কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু ফয়েজ মোঃ রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-
চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা ইসাহাক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক হাজী সোবাহান মুন্সি, কাউলিবেড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু, সাবেক চেয়ারম্যান কাজী রওশন কবির, প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ পৌর কাউন্সিলর ও মহিলা লীগের নেত্রীবৃন্দ। উক্ত বর্ধিত সভায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ,
যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও অন্যান্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ বক্তব্য ও উপস্থিত থেকে কয়েকটি দাবী প্রস্তাব করলে তিনটি দাবী পূরণে দুইটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এসময় সকলের সম্মুখে লিখিত তিনটি দাবী বাস্তবায়নের লক্ষে দুইটি কর্মসূচি পড়ে শোনান ভারপ্রাপ্ত সভাপতি। লিখিত দাবীগুলো হচ্ছে- (১) ২২শে মে ২০১৯ এর মধ্যে এনামুল হক অপুকে মুক্তি দিতে হবে (উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
সমরজীত ঘরামীর দায়ের করা মামলায় আটককৃত), (২) মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানী মূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে ও (৩) দূর্ণীতিবাজ, ঘুষখোর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সমরজীত ঘরামীকে ভাঙ্গা থেকে অপসারণ করতে হবে। দাবী বাস্তবায়নে কর্মসূচি দুইটি হচ্ছে- (১) ২৩শে মে ২০১৯ এ মহাসড়ক অবরোধ ও (২) উপজেলা পরিষদ ঘেরাও। সভা শেষে পৌরসভা কার্যালয়ের সামনে কয়েকজন নেতা-কর্মীকে দেখে
থানা পুলিশ লাঠিশোঠা- হকিস্টিক নিয়ে অবস্থান করলে নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়লে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট যানবাহন চলাচলে বিঘœ ঘটে। অবশেষে উভয়ের মধ্যে সমঝোতা হলে সকলে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় অবস্থান ত্যাগ করে। কর্মসূচির বিষয়ে পুলিশের ভূমিকা কি? প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, “উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের নির্দেশ মতে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করব।”