রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
কালের পরিক্রমায় আরো একটি বছর হারিয়ে গেল মহাকালের অতল গহ্বরে। বিগত বছরের ঘটনা বহুল সকল স্মৃতিও হয়তো একদিন হারিয়ে যাবে জীবন স্মৃতি থেকে, তবুও কিছু স্মৃতি মাঝে মধ্যে জীবনকে নাড়া দেবে, হাসাবে-কাঁদাবে। বিগত বছরের রাজিৈতক সংঘাত, বিপর্যস্ত জনজীবন মতায় থাকা ও যাওয়ার লড়াই আমাদের ষুধু বিস্মিতই করে নাই মানষিক পীড়াও দিয়েছে যা আমাদের কাম্য ছিলনা। বিগত বছরের সাফল্যের সুখকর ঘটনাকে আকড়ে ধরে চলমান কষ্ট গুলিকে মুছে ফেলে সামনে এগিয়ে যাব সে প্রত্যশাই হোক আমাদের সকলের। অতিত জীবনের সর্বত্রে থেকে আমারা যদি শিা নিয়ে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা করি তবে সফলতা যে আসবে সে বিশ্বাস রাখা হয়তো অসংগত হবে না। আমাদের সে আকাঙ্খার পূর্ণতা আনতে সর্বাগ্রে প্রয়োজন রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে পরমত সহ্য করার মানষিকতা অর্জন। সকল স্তরে দূর্নিতী বিরোধী অবস্থানকে মজবুত করা ইত্যাদি। সাপ্তাহিক বাংলার নয়ন বিগত দিনের সকল ত্রুটিগুলি শুধরে নিয়ে সকলের সংগে আমরাও এগিয়ে যেতে চাই সামনের দিকে। ২০১৯ সালের শেষ প্রহরে এসে আমাদের সকল ভ্রান্তিকে স্মীকার করে নিচ্ছি আর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাচ্ছি ২০২০ সালের শুভেচ্ছা ও অভিনন্দন। কামনা করছি সকলের সহযোগিতা। পরম করুনাময় আমাদের আগামী দিনগুলিকে সফলতায় ভরিয়ে দিবেন সে প্রার্থনাই করছি।
মোঃ তারিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক
সাপ্তাহিক বাংলার নয়ন