মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর ঈদগাহ মার্কেটে অপূর্ব পাল (২৫ ) নামের মোবাইল ব্যবসায়ী অনৈতিক কাজ করতে গিয়ে জনতার হাতে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আজ ৬ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে ঈদগাহ মার্কেটে এ ঘটনা ঘটে। ওই লম্পট উপজেলার নারায়নপুর গ্রামের অজিত পালের ছেলে। স্থানীয়রা জানায় করোনা ভাইরাসের কারনে মুকসুদপুর পৌরসভা সব দোকানপাট বন্ধের ফলে জনসমাগম কম থাকায় সুযোগে ঐ লম্পট উপজেলার উজানী গ্রামের লিটন শেখের মেয়ের সাথে নিজ দোকানে অনৈতিক কাজ করছিল সন্দেহ হলে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী জানায় ঐ লম্পট আগেও এক মুসলিম মেয়েকে প্রেমের ফাদে ফেলে বিয়ে করে। মুকসুদপুর ঈদগাহ কমিটির কয়েকজন সদস্য বিষয়টি নিয়ে তিব্রনিন্দা জানায়। মুকসুদপুর থানার এস আই হায়াৎ ও এ এস আই আলিম জানায় এই লম্পটের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে গোপালগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।