বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিফাতুল আলম মুছা করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিফাতুল আলম মুছার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে।
মুহাম্মাদ ফারুক খান এমপির নির্দেশনা অনুযায়ী ও কানতারা খানের পরামর্শে করোনা মোকাবেলায় হতদরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন ও ইউনিয়ন বাসী করোনা থেকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছিলেন উপজেলার সর্ব কনিষ্ঠ ইউপি এই চেয়ারম্যান।
রিফাতুল আলম মুছা মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রবিউল আলম শিকদারের ছেলে।
তিনি বাংলার নয়নকে বলেন, এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। সংক্রমণ ধরা পড়ায় বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া বাসার অন্য সদস্যরা সুস্থ্য আছেন। তিনি মুকসুদপুর উপজেলা ও ভাবড়াশুর ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।