শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রাথমিক করণীয় মাস্ক ব্যবহার। দায়িত্ববোধ থেকে মাস্ক নিয়ে রাস্তায় নামলেন জুবিল্যান্ট ক্লাবের সদস্যরা।
বুধবার (৫ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় ঘুরে ঘুরে ভ্যানচালক, অটো চালক, পথচারি, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন। এর পূর্বে ক্লাবটি মাস্ক, স্যানিটাইজার, সাবান ও খাদ্য বিতরণসহ স্বাস্থ্যবিধি রক্ষায় ব্যাপক প্রচারনা করেছেন।
ক্লাবের সাধারন সম্পাদক মোস্তফিজুর রহমান সেলিম জানান, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে জুবিল্যান্ট ক্লাবের এ উদ্যোগ। যার যার জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনা নিয়ে সচেতনতা অনেকটাই বৃদ্ধি পাবে।