শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের এক শিশু কণ্যকে ধর্ষন চেস্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো উপজেলা চন্ডিবর্দী গ্রামের মৃত নাজির শেখের ছেলে জাফর (৬২) ও ভাড়াটিয়া খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা মৃত ইজাহার শেখের ছেলে লুৎফর শেখ(৬০)। বৃহস্পতিবার ১৫ অক্টোবর সন্ধ্যায় চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে । থানার অভিযোগ সূত্রে জানাগেছে নগরকান্দা উপজেলা চরযোশরদী গ্রামের লিউজা বেগম চন্ডিবরদী গ্রামে ভাড়া বাসায় থাকেন ওই চন্ডিবরদী গ্রামের জাফর ও খুলনা ডুমুরিয়া এলাকার ভাড়াটিয়া লুৎফর একই বাসায় ভাড়া থাকে। সে সুবাধে গতকাল সন্ধ্যায় তার শিশুকন্যকে তাদের ঘরে ডেকে নিয়ে পরনের প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করলে মেয়েটি বাসায় এসে ঘটনা বলায় শিশুর মা থানায় অভিযোগ করেন। মুকসুদপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানায় শিশুটির মুখের কথা গুলো শুনে আমারা অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করি। মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে তার মা লিউজা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে আমরা আজ বেলা দেড়টায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে মামলার প্রস্তুতি নিচ্ছি।