রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বামনগাতী খালের উপর নির্মিত সেতুর মাঝ বরাবর ধসে পড়েছে। বিকল্প সেতু না থাকায় বাধ্য হয়ে ১০ টি গ্রামের বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ওই সেতু দিয়ে পারাপার হতে হচ্ছে। যে কোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। ১৯৮৯ সালের দিকে এডিপির উদ্যোগে সেতুটি নির্মিত হয়েছিলো বলে জানাযায়। দুই দশকের পুরোনো এই সেতু নড়বড়ে হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। এরপরও সেতুর সংস্কার করা হয়নি। সেতুটির দুপাশের রেলিং ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন দুটি ইউনিয়নের বামনগাতী, নিশ্চিন্তপুর, হাজরাগাতী, শুয়াশুর, মোচনা, ঘেচুয়া, শিমুলশুর, কাশালিয়া, মালদিয়া সহ ১০ টি গ্রামের লোকজন চলাচল করে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ৫০ ফুট দীর্ঘ ও ৫ ফুট চওড়া সেতুর মাঝ বরাবর ধসে গেছে। ধসে পড়া সেতু দিয়ে চলছে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ভ্যান গাড়ি। তবে বেশির ভাগ লোকজন হেঁটেই পার হচ্ছে। বামগাতী গ্রামের বাসিন্দা শহীদ কাজী জানায় বিকল্প রাস্তা না থাকায় ভাঙ্গা সেতুর উপর মানুষ জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। একাধিক শিক্ষার্থী বলেন, ভাঙ্গা সেতু পার হয়েই বিদ্যালয়ে যেতে হয় তাদের। পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুকিপূর্ন সেতুটি দিয়েই ভয়ে পার হতে হয়। বৃষ্টি হলে হেঁটে পার হওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। মুকসুদপুর উপজেলা উপ-প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ‘ওই স্থানে সেতু করার জন্য গোপালগঞ্জ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রস্তাবনা পাঠানো হয়েছে পাশ হলেই সেতুটি অচিরেই নির্মাণ করা হবে।