মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী মধ্যপাড়ার জেলে পাড়ার প্রদ্বীপ মালো সরকারের আড়াই বছরের শিশু কন্যা মনীষা সরকারকে রোববার গভীর রাতে ঘরের বেড়া কেঁটে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা । চুরি হওয়ার একদিন পর মঙ্গলবার বেলা দেড়টার সময় প্রতিবেশী তারাপদ মালো নামের এক ব্যক্তির সেপটিক ট্যাংকির মধ্য থেকে মনীষা সরকারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয় এবং এসময় উক্ত স্থান থেকে একটি ছুরি ও একটি কাঁচি উদ্ধার করে পুলিশ ।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার বাটিকামারী মধ্যপাড়ার জেলে পাড়া এলাকার প্রদ্বীপ মালো সরকার নিত্যদিনের মত রোববার রাতে তার স্ত্রী বীণা সরকার ও শিশু কন্যা মনীষাকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে । পরে রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা পাটকাঠির বেড়া কেঁটে ঘরে প্রবেশ করে আড়াই বছরের শিশু কন্যা মনীষাকে চুরি করে নিয়ে যায়। মা বীণা সরকার প্রকৃতির ডাকে জেগে উঠে দেখে তার শিশু কন্যা মনীষা তার পাশে নেই । পরে তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে । এসময় প্রতিবেশী উজ্ঝল মালো ও রনজিত মালোর বাড়িতেও হানা দেয় দুর্বৃত্তরা । তবে তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি । মঙ্গলবার সকালে ওই বাড়ির লোকজন সেপটিক ট্যাংকির পাশে একটি ছুরি ও কাঁচি দেখে পুলিশে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেফটিক ট্যাংকির ভিতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, শিশু কন্যা চুরি হওয়ার ঘটনায় সোমবার একটি মামলা হয় । মামলার ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান মঙ্গলবার বেলা দেড়টার সময় বাদীর বাড়ির পাশে তারাপদ মালোর সেপটিক ট্যাংকির মধ্য থেকে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে একটি ছুরি ও একটি কাঁচি পাওয়া গেছে। দুর্বৃত্তদের ধরতে জোর প্রচেষ্টা চলছে।