মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলে পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে করোনা সুরা সামগ্রী, ফুটবল ও নগদ অর্থ বিতরণ করেছেন আমানত আলী খান আমান।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মুকসুদপুর পৌরসভার বিভিন্ন পুজা মন্ডপে করোনা সুরা সামগ্রী মাস্ক, ফুটবল ও নগদ টাকা বিতরণ করেছেন চন্ডিবর্দী গ্রামের খান পরিবারের সন্তান বিশিস্ট সমাজ সেবক ব্যবসায়ী, কাগজ কলম পত্রিকার প্রধান সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য, দৈনিক একাত্তর বাংলাদেশ পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ আমানত খান আমান।
এ সময় উপস্থিত ছিলেন হাদিউজামান দিপু, গোলাম ফরহাদ রিপন, সাহিদ সরদার, আলামিন সরদার, পলাশ, সরদার, রোমান মোল্যা, কনক খান, তাজুল ইসলাম, সজিব খান, রাজু সরদার ,সোহাগ সরদার ,সাইফুল বিশ্বাস, ইমাম বিশ্বাস,লিটু সেখ প্রমুখ।
বিভিন্ন পূজা মন্ডপে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন শেষে চন্ডিবর্দি গ্রামের মরহুম সরোয়ার জান খানের জৈষ্ঠ পুত্র বদিউজ্জামান কাঞ্চন খানের আয়োজনে (আমানত আলী খান আমান এর চাচা) খান পরিবারের সদস্য সহ গ্রামের অধিকাংশ লোকদের নিয়ে রাতে খিচুরি ভোজের আয়োজন করা হয়। আমানত খান আগামী পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থী সকল পৌর বাসির কাছে দোয়া,সহযোগিতা ও ভালবাসা চেয়েছেন।