মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
তারিকুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৯ ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম,পিপিএম) পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের সর্বচ্চ পিপিএম পদকে ভুষিত হওয়ায় মুকসুদপুর উপজেলা পরিষদ, মুকসুদপুর পৌর পরিষদ এবং মুকসুদপুর থানার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মুকসুদপুর উপজেলার বিভিন্ন সমস্যা মাদক, ইভটিজিং, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাসন) আবদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহীনুর চৌধুরী প্রমুখ।
মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা. তাপসী রানী দুর্গা, সাবেক মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফিরোজ খান, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ, সাংবাদিক সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান।
অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম,পিপিএম) বলেন, যে সকল সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন অতিদ্রুত সে সকল সমস্যার সমাধান করা হবে। আপনারা অন্যায় কাজ থেকে বিরত থাকুন, অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আপনারা সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।