বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ৩টি বিভাগে বালক ও বালিকা ৪টি ইভেন্টের মোট ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অংশগ্রহণ করে। সকলকেই পুরস্কার হিসেবে জার্সি ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) মোছা. ইয়াসমিন আক্তার।

এসময় তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, এরা আমাদের সমাজের অংশ। বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা রয়েছে। খেলাধুলার মাধ্যমে তাদের আদর, যত্ন ও ভালোবাসায় সমাজের মূলধারার সাথে নিয়ে আসতে হবে। ওদের মধ্য থেকে লুক্কায়িত প্রতিভা খুঁজে তার বিকাশ ঘটানোর লক্ষ্যে কাজ করতে হবে।

No description available.

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান, শাখারপাড় প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিম শরীফ, প্রধান শিক্ষক খাদিজা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com