বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বেসরকারি উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিওগুলোর সমন্বয়কারী জাতীয় নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থায়ীত্বশীল উন্নয়নসংগঠন ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশান- ইপসা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
সমাজ উন্নয়নমূলক এ সামাজিক সংগঠন জাতিসংঘ’র “ইকোনমিক এন্ড সোস্যাল কাউন্সিল” এর স্পেশাল কন্সালটেটিভ স্ট্যাটাস পেয়ে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। ইপসাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে প্রতিষ্ঠার ক্ষেত্রে যার অবদান অনস্বীকার্য তিনি হলেন সমাজউন্নয়ন চিন্তক,শিক্ষানুরাগী ও গবেষক মো. আরিফুর রহমান।
আরিফুর রহমান ১৯৮৫ সাল থেকে নিসরলস পরিশ্রম, সাধনা, অধ্যবসায় ও মেধার হিরন্ময় সমন্বয় ঘটিয়ে ইপসাকে ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে এসেছেন। ইপসা চট্টগ্রাম অঞ্চলে সামনের সারির একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা। সমাজের সার্বিক উন্নয়নে এ সংস্থা নানাবিধ কর্মসূচি পালন করে আসছে। বিশেষকরে অর্থনৈতিক উন্নয়নে মাইক্রোফাইন্যান্স এন্ড মাইক্রোএন্টারপ্রাইজ কর্মসূচি, দারিদ্র্য দূরিকরণে দরিদ্র পরিবারগুলোর সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (সমৃদ্ধি) কর্মসূচি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি, কৃষি ইউনিট ও প্রাণিসম্পদ ইউনিট কর্মসূচি, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, সাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক কর্মসূচি, ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়বৃদ্ধিকরণ কর্মসূচি, রেড চিটাগং ক্যাটল (আরসিসি) এর জাত সংরক্ষণ, উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচি, উচ্চফলনশীল ইধৎযর জাতের খেজুর চাষ প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচি , গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন কর্মসূচি ও ইপসা পিজিওথেরাপী সেন্টার।
ইপসার জন্মস্থান সীতাকুণ্ড হলেও দারিদ্র্য বিমোচন, বেকারত্ব দুরিকরণসহ সামাজিক, সাংস্কৃতিক ও সৃষ্টিশীল নানান কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। অর্জন করেছে জাতীয় ও আন্তর্জাতিক বহু সম্মাননা পুরস্কার।