বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
তারিকুল ইসলমঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মুকসুদপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্প্রতিবার ১০ ফেব্রুয়ারী সকালে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভলিবল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জের জেল প্রশাসক শাহিদা সুলতানা। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর পৌর সভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, তাপসি রানী বিশ্বাস, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলাউল ইসলাম, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান (কুটি)। পরে মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অধিনে মুকসুদপুর ক্রিকেট একাডেমীর শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।