মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
আকবর আলীঃ
গোপালগঞ্জে জেলা প্রশাসক মহাদয়ের নির্দেশে ও মুকসুদপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাসেদের নির্দেশনায় উজানীতে চলছে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ডের কর্মসূচির সিপিসি মোঃ সফিকুল আলম বাবু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জিহাদুর রহমান জিহাদ, উজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান মোল্লা, উজানী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম মোল্লা, বাবু পলাশ বালা প্রমুখ। উপস্থিত সকলে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। শুধু উজানী বাজার নয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মসজিদ মন্দির হাটবাজার জায়গায়তেই পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। সকলে মিলে সবার সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম চলমান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন।