বুধবার, ০১ মে ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

মুকসুদপুরে সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখায় ৬ দোকানিকে জরিমানা

মুকসুদপুরে সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখায় ৬ দোকানিকে জরিমানা

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও গ্যাস বিক্রি করার দায়ে ৬ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সন্ধ্যায় বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মুকসুদপুর সদর বাজারের দোকানিরা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও গ্যাস ভোক্তাদের কাছে বিক্রি করছেন, এমন অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর সদর বাজারে অভিযান চালান। এ সময় সয়াবিন তেল ও গ্যাসের দাম বেশি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারায় স্থানীয় ৬ দোকানদার কে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বলেন, সয়াবিন তেলসহ নিত্যপণ্য বেশি দামে বিক্রির অভিযোগে ৬ দোকানিকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে অন্য মুদিদোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। নির্ধারিত দামের চেয়ে কোনো দোকানি বেশি দাম নিলেই তাঁকে শাস্তির আওতায় আনা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com