রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল মিলনায়তনে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। পুষ্টি সপ্তাহ চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। চলমান পুষ্টি সপ্তায় পুষ্টি বিষয়ক নানান কার্যক্রম পালন করা হবে।
অনষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রায়হান ইসলাম শোভন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দ্বীপ সাহার সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, সাপ্তাহিক বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর থানার এস আই গোবিন্দ লাল দে, ডা. নিপু সাহা, ডা. জসিম জোবায়ের প্রমুখ। অনুষ্ঠানে অপুষ্টি ও অতিপুষ্টি নিয়ে আলোচনা জোরদার করা হয়।