রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
আসন্ন গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১ মে ) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নির্বাচনে অংশগ্রহণ কারীদের ফরম দেয়া হয়। এসময় আওয়ামী লীগের ৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন। দলীয় মনোনয়ন ফরম গ্রহণ করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য হুজ্জাত হোসেন লিটু, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বরকত খান, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পল্টু, মিজানুর রহমান মন্টু মৃধা। ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান টুটুল, মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সাংগঠনিক সম্পাদক সাব্বির খানসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংগসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী ১৫ জুন মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।