শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
ভূমি অফিসে না এসে, ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করুন’-এই প্রতিপাদ্য নিয়ে মুকসুদপুরে ভূমি সেব সপ্তাহের উদ্বোধন হয়েছে। রবিবার (২২ মে) বিকাল ৪টায় মুকসুদপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহ উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ প্রমুখ।
ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবা সমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবা সমূহের সুবিধা ভূমি মালিকগনকে জানানোর জন্য ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত এ সেবা সপ্তাহ পালন করা হবে।