রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু কোটালীপাড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
মুকসুদপুর পৌর নির্বাচনে শিমুলের দাপুটে জয়

মুকসুদপুর পৌর নির্বাচনে শিমুলের দাপুটে জয়

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল দাপুটে জয় হয়েছে।
আজ বুধবার ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে আশরাফুল আলম শিমুল বিজয়ী হয়েছেন এ ঘোষণা করেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও মুকসুদপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন।
এর আগে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেন মুকসুদপুর পৌরসভার ভোটাররা। জয়ী প্রার্থী আশরাফুল আলম শিমুল জগ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
আশরাফুল আলম শিমুল পৌরসভা নির্বাচেন স্বতন্ত্র প্রার্থী আহাজ্জাত মহশিন খিপু মিয়াকে পরাজিত করে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন
বলেন, মেয়র পদে আশরাফুল আলম শিমুল ৬ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের খিপু মিয়া ৪ হাজার ৫৩৩ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো.মন্টু মিয়া ১ হাজার ৪৪৯ ভোট ও বিদ্যুৎ সরদার পেয়েছে ১ হাজার ৩২৩ ভোট । সদ্য সাবেক মেয়র নৌকা প্রতীকের প্রার্থী মো. আতিকুর রহমান মিয়া পেয়েছেন মাত্র ৬০৪ ভোট।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে মুকসুদপুর পৌর নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর সবগুলো কেন্দ্রে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের লক্ষণীয় উপস্থিত দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রথমবারের মতো ইভিএমে ভোট দিয়েছেন মুকসুদপুরের ভোটারেরা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পৌর নির্বাচনে মোট ভোটার ছিল ১৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে
৮ হাজার ৮৪৩ জন পুরুষ ও ৮ হাজার ৭৮৪ জন মহিলা ভোটার। মুকসুদপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রের ৫২ টি বুথে তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ১৪ হাজার ৬৩ জন ভোটাধিকার প্রয়োগ করে।

নবনির্বাচিত মেয়র আশরাফুল আলম বলেন, ‘মুকসুদপু পৌর এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগনের আশা আকাঙ্খা যেন পুরন করতে পারি সবার কাছে দোয়া চাই। পৌরসভার নারী-পুরুষ সব ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com